না.গঞ্জে গ্যাস লিকেজে দগ্ধ ৪ জনের একজন মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৭, ২০২১, ১২:১২ পিএম
ফাইল ছবি

ঢাকাঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ চারজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে নয়টার দিকে মো. সোলাইমান (৪২) নামে ওই ব্যক্তির মৃত্যু হয়।

এ ঘটনায় মো. সোলায়মানের স্ত্রী রিমা আক্তার (৩০), তাদের ছেলে মাহিদ (১৩) ও আরশ (৩) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতালের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে একই পরিবারের চারজনকে আমাদের এখানে আনা হয়েছিল। এদের মধ্যে রাত সাড়ে নয়টায় সোলাইমান হোসেন মেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) মারা যান। তার শরীরে ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আমাদের এখানে রিমার শরীরের ১৫ শতাংশ, মাহিতের শরীরের ১৬ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছেন। শিশু আরোজ ৫ শতাংশ দগ্ধ হওয়ার তাকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল।

সোমবার (৬ ডিসেম্বর) নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়। তাদের সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট নিয়ে আসা হয়েছিল।

আগামীনিউজ/বুরহান