লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক মে ২৯, ২০২০, ০৮:৫৯ এএম
ছবি সংগৃহীত

ঢাকা: লিবিয়ায় মানব পাচারকারীদের হাতে ২৬ বাংলাদেশি নিহত ও ১২ জন আহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় মিজদাহ শহরে বৃহস্পতিবার (২৮ মে) এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, বাংলাদেশের একজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা প্রাথমিক রিপোর্ট পেয়েছি, যেখানে বলা হয়েছে ২৬ জন নিহত হয়েছেন। ১২ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ওই বাংলাদেশিদের টাকার জন্য আটকে রাখা হয়েছিল এবং একপর্যায়ে ওই দলের একজনের সঙ্গে হাতাহাতি হলে এক পাচারকারী মারা যায়। এর প্রতিশোধ হিসেবেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে জানান তিনি।

অন্য কোনো দেশের নাগরিক মারা গেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, সেটা বলতে পারবো না। শুধু বাংলাদেশিদের তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।

আগামীনিউজ/ইমরান/মিজান