আরামবাগে পুলিশের ব্যারিকেড ভাঙল জামায়াত

নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৮, ২০২৩, ০১:৩৩ পিএম

ঢাকাঃ রাজধানীর আরামবাগে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। কর্মী সমর্থকেরা ব্যারিকেড সরিয়ে দৌড়ে শাপলা চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে। 

শনিবার (২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত আরামবাগ মোড় পর্যন্ত অবস্থান নিয়েছিল তারা। সেখানে আরামবাগ ফুটওভার ব্রিজের নিচে শক্ত ব্যারিকেড দিয়ে তাদের আটকে রাখে পুলিশ। কিন্তু দুপুর পৌনে ১টার দিকে জামায়াতের বড় একটি মিছিল সার্কুলার রোড হয়ে মতিঝিল শাপলা চত্বর-আরামবাগ সড়কে প্রবেশ করে। 

অপরদিকে পুলিশ শাপলা চত্বরের মুখে শক্ত ব্যারিকেড দিয়ে অবস্থান করছে। এ সময় তাদের সাথে জলকামান ও সাঁজোয়া যান থাকতে দেখা গেছে। পুলিশের পাশাপাশি র‌্যাব ও আর্মড পুলিশ সদস্যদের দেখা গেছে।

জামায়াতের নেতা-কর্মীরা জানান, দলের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন- সমাবেশ করার জন্য  তাদের মৌখিক অনুমতি দেওয়া হয়েছে। এখন আনুষ্ঠানিক অনুমতি পেলে সমাবেশ স্থলে প্রবেশ করবেন তারা।


এমআইসি