প্রেসক্লাবের সামনে সমাবেশে যুবদল, সতর্ক অবস্থানে পুলিশ

আগামী নিউজ প্রতিবেদক মে ২৮, ২০২২, ১১:৪০ এএম

ঢাকাঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘হুমকি’ এবং ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের ‘হামলার’ প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয়তাবাদী যুবদল।

শনিবার (২৮ মে) সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে বিক্ষোভ শুরু হয়। এর ফলে ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে।

বিক্ষোভ উপলক্ষে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে যুবদলের নেতাকর্মীরা প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন- যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, সাবেক সভাপতি নিরব প্রমুখ।

সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় জাতীয় প্রেসক্লাব এলাকায় ও আশপাশের মোড়গুলোতে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।

এমবুইউ