তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে রংপুর-রাজশাহীতে আ.লীগের প্রার্থী যারা

ডেস্ক রিপোর্ট অক্টোবর ২২, ২০২১, ০৪:১৫ পিএম
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ধাপে দেশের ১ হাজার ৭ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩১টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে। বাকিগুলোতে ব্যালটের মাধ্যমে ভোট নেয়া হবে।

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনে রাজশাহী ও রংপুরের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভায় এ নামের তালিকা ঘোষণা করা হয়। তালিকায় আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠেয় দেশের ৯টি পৌরসভায় নির্বাচনের জন্য দলীয় মেয়র প্রার্থীদের নামও রয়েছে। 

শুক্রবার (২২ অক্টোবর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। সভার সিদ্ধান্ত অনুযায়ী তৃতীয় ধাপের রাজশাহী ও রংপুর বিভাগের  ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের নামের তালিকা নিম্নে দেওয়া হলো। 

আওয়ামী লীগের প্রার্থী যারা তালিকা দেখতে ক্লিক করুন

আগামীনিউজ/বুরহান