‍‍`রোহিঙ্গা প্রত্যাবসনে ব্যর্থ সরকার‍‍`

নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৫, ২০২০, ০১:২২ পিএম
ফাইল ছবি

ঢাকাঃ নতজানু পররাষ্ট্রনীতির কারণেই রোহিঙ্গা সংকটের সমাধান করতে পারেনি সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এ কথা জানান। বলেন, কূটনৈতিক ব্যর্থতার কারনেই রোহিঙ্গা প্রত্যাবসনে ব্যর্থ হয়েছে ক্ষমতাসীন দল। ১৫ আগষ্টের বিচার শেষ হওয়ার পরও জিয়াউর রহমানকে জড়িয়ে সরকারের বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে জানান তিনি।

২১ আগস্টের ঘটনার সুষ্ঠু তদন্তে আওয়ামী লীগ সহায়তা করেনি বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি আরও বলেন, সুপরিকল্পিতভাবে বাংলাদেশকে ধ্বংস করার জন্যই বিভিন্ন ঘটনায় জিয়া পরিবারকে জড়ানো হচ্ছে।

আগামীনিউজ/এএইচ