তাপমাত্রা ৩৬.৮ ডিগ্রি

মার্চ ১৯, ২০২১, ০১:০২ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকাঃ কয়েক দিন ধরেই বাড়ছে তাপমাত্রা। এ মৌসুমের সর্বোচ্চ ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে বৃহস্পতিবার (১৮ মার্চ)। যশোরে এ তাপমাত্রা রেকর্ড হয়েছে।
 
এছাড়া অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা উঠে এসেছে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে। আজও তাপমাত্রা বাড়ার পূর্বাভাস আছে। সেই সঙ্গে আগামী তিন দিনও এই তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকছে। ফলে এখন অসহনীয় গরমের মুখে পড়ছে দেশবাসী।
 
আজ শুক্রবার (১৯ মার্চ) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তার পরের তিন দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
 
লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামীনিউজ/এএইচ