অধিকাংশ এলাকায় শান্তিপূর্ণ ভোট হয়েছেঃ ইসি সচিব

‍নিউজ ডেস্ক জুন ২২, ২০২১, ০৯:৩৫ এএম

ঢাকাঃ ১ম ধাপে সারাদেশের ২০৪টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্য হয়েছে বলেছে নির্বাচন কমিশন। ভোট শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেন, ২০৪টি ইউনিয়ন পরিষদের অধিকাংশ এলাকায় শান্তিপূর্ণ ভোট হয়েছে। তবে ভোলা ও গৌরনদীতে দু’জনের প্রাণহানি ঘটেছে।

ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা শুরু হয়েছে। এরই মধ্যে বেশ কিছু ইউপি নির্বাচনের চূড়ান্ত ফল পাওয়া গেছে।

সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লক্ষীপুর-২ সংসদীয় আসন, দুটি পৌরসভা এবং প্রথম পর্যায়ের ২০৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের ভোটগ্রহণ হয়।

তিনি বলেন, কোনো মৃত্যুই কারও কাছে কাম্য নয়। দু’টি মৃত্যুর ঘটনা জেনেছি। প্রার্থী ও সমর্থকদের কারণে এটা হয়েছে। স্থানীয়ভাবে তদন্তের পরে বিস্তারিত জানা যাবে। আগামীতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, তা পর্যালোচনা করা হবে।