রাজধানীতে ঝড়ের তাণ্ডব 

নিজস্ব প্রতিবেদক মে ২৭, ২০২০, ১০:৫৭ এএম
ছবি সংগৃহীত

ঢাকা: রাজধানী ঢাকায় বৃষ্টি ও ঝড়ের ফলে বড় বড় গাছ উপড়ে নগরীর বেশ কয়েকটি প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কোথাও কোথাও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে।

মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাত ২টার দিকে হঠাৎ করে শুরু হয় ঝড়। টানা প্রায় আধা ঘণ্টা তুমুল বেগে ঝোড়ো বাতাস ও বজ্রসহ মুষলধারে বৃষ্টি হয়।

এরপর বুধবার (২৭ মে) ভোর সোয়া ৬টার দিকে ফের আঘাত হানে কালবৈশাখী। মধ্যরাতের তুলনায় ভোরে বাতাসের গতিবেগ বেশি ছিল। আধা ঘণ্টার মতো চলে তাণ্ডব। সকাল পৌনে ৯টা নাগাদ থেমে থেমে বৃষ্টি হয়। এসময় বজ্রপাতের শব্দও শোনা যায়।

এদিকে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আগামী পাঁচ দিন এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আগামীনিউজ/মিজান