করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, সাধারণ ছুটি বাড়তে পারে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক মার্চ ৩১, ২০২০, ১০:৫৪ এএম

ঢাকা: করোনা সংকট মোকাবেলায় মূল কাজ হলো মানুষকে সচেতনতা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষকে সচেতন করা গেছে বলেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন থে‌কে ৬৪ জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ সব কথা বলেন সরকার প্রধান। 

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এই ছুটির সময় আরো বাড়াতে হতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রী। 

তিনি বলেন, করোনা মোকাবেলায় আমরা সাধারণ ছুটি ঘোষণা করেছিলাম। সাধারণ মানুষজন গ্রামে-গঞ্জে চলে গেছেন। সেখানেও করোনাভাইরাস ছড়ানোর আশঙ্কা থাকে। সেকারণে কোয়ারেন্টিনের সময়কাল ১৪ দিন পর্যন্ত ছুটি বাড়াতে হতে পারে।

এখনো করোনাভাইরাসের ঝুঁকি শেষ হয়ে যায়নি- এমন হুঁশিয়ারি করে প্রধানমন্ত্রী বলেন, ‘এখনো করোনাভাইরাসের ঝুঁকি এখনো শেষ হয়ে যায়নি। সবাইকে সাবধানে থাকতে হবে।’

কারো মধ্যে করোনাউপসর্গ দেখা দিলে তা না লুকানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা বিভাগীয় পর্যায়ে করোনা টেস্টের ব্যবস্থা করেছি। কারো মধ্যে উপসর্গ দেখা দিলে তা নিয়ে লুকোচুরির কিছু নেই।’

এ সময় পহেলা বৈশাখে জন সমাগম হয় এমন অনুষ্ঠান বন্ধের নির্দেশও দেন তিনি।

আগামীনিউজ/মিজান