সচিবদের নিয়ে বসছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৩১, ২০২৪, ০৩:১৮ পিএম
ফাইল ছবি

ঢাকাঃ সচিবদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৫ ফেব্রুয়ারি এই বৈঠক অনুষ্ঠিত হবে। 

সচিব সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় মন্ত্রিপরিষদ সচিব সভাপতিত্ব করবেন। 

এতে সরকারের ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বিভিন্ন দফতর বা সংস্থায় কাজ করা সচিবরাও উপস্থিত থাকবেন। বর্তমানে নিয়মিত ও চুক্তিভিত্তিক মিলিয়ে ৮৭ জন সচিব ও সিনিয়র সচিব দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, এবারের সভায় সাত থেকে আটটি বিষয় এজেন্ডাভুক্ত হতে পারে। সবচেয়ে বেশি গুরুত্ব পেতে পারে আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকার বিষয়টি। এর বাইরে আইনশৃঙ্খলা রক্ষা, আগের সচিব সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি, মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন সংক্রান্ত বিষয়গুলো প্রধানমন্ত্রীকে অবহিত করবেন সচিবরা।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সর্বশেষ সচিব সভা হয়েছিল ২০২২ সালের ২৭ নভেম্বর।

এমআইসি/