গোপালগঞ্জে দৈনিক সময়ের আলো’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দ আকবর হোসেন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি মার্চ ২, ২০২১, ০২:৫৫ পিএম
আগামী নিউজ

গোপালগঞ্জঃ কেক কাটা ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জে “দৈনিক সময়ের আলো’র” দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

আজ মঙ্গলবার (২ মার্চ) সকালে গোপালগঞ্জ পৌরসভার হল রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জে সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার ছানোয়ার হোসেন।

দৈনিক সময়ের আলোর গোপালগঞ্জ প্রতিনিধি বাদল সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় রিপোর্টাস ফোরামের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি খোন্দকার এহিয়া খালেদ সাদী, গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ও যমুনা টিভির স্টাফ করেসপন্ডেন্ট মোজাম্মেল হোসেন মুন্না, গোপালগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র নাজমুল হাসান নাজিম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নীতিশ রায়, রিপোর্টাস ফোরামের সাধারন সম্পাদক ও যায়যায়দিনের এস এম নজরুল ইসলাম, কাউন্সিলর আল আমিন ইসলাম, কাউন্সিলর রোমান মোল্যা, সাংবাদিক মেহেদী হাসান বক্তব্য রাখেন।

এ সময় কাউন্সিলর জসিম উদ্দিন খসরু, কালের কন্ঠের প্রসুন মন্ডল, বাংলা নিউজের একরামুল কবীর, দেশ টিভির সলিল বিশ্বাস মিঠু, বাংলা টিভির সৈয়দ আকবর হোসেন, নিউজ-২৪ এর মুন্সী মোহাম্মদ হুসাইন, পৌ্রসভার প্রশাসনিক কর্মকর্তা হারুন অর রশিদসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তা, পৌরসভার কর্মকর্তা, সুধী সমাজের প্রতিনিধিসহ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ। এরপর একটি শোভাযাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে রিপোর্টাস ফোরামের অস্থায়ী কার্যালয়ের সমানে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি গোপালগঞ্জে সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার ছানোয়ার হোসেন বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পন। মিডিয়ার মাধ্যমে সাংবাদিকরা সমাজের অন্যয়, দূর্নীতি তুলে ধরে ন্যায় পেতে সহায়তা করে। দৈনিক সময়ের আলো সমাজের অন্যায়, দূর্নীতি খবর তুলে ধরার পাশাপশি সমাজের ভাল দিকও তুলে ধরে গণ মানুষের পত্রিকায় পরিণত হবে বলে আশা রাখছি।

আগামীনিউজ/এএস