আত্ম-উপলদ্ধি – আগে যদি জান তাম ! 

ডঃ নিম হাকিম আগস্ট ৯, ২০২১, ০৯:৩৮ পিএম
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ কি কাজে লাগবে মানুষের এত কিছু ? ধন-সম্পদ,শিক্ষা-দীক্ষা, মান- মর্যাদা, পদ- পদবী ! জীবন যখন ক্ষনস্থায়ী, কোন সম্পদই  যখন  স্থায়ী  নয় তখন কেন ছুটছি মরীচিকার পিছনে ? এখন বুঝতে পারছি এতদিন মোহ- গ্রস্থ ছিলাম। জন্ম শূন্য হাতে, মৃত্যু ও   শূন্য হাতে। মৃত্যুর পর চলে যেতে হবে যেখান থেকে এসেছি সেখানে। তাই এখন মনে হচ্ছে- আগে যদি জানতাম এত কিছু না করতাম !