ড. নিম হাকিমের কবিতা

জীবন পেরিয়ে গেল

সাহিত্য ডেস্ক জানুয়ারি ২৬, ২০২২, ০৩:১২ পিএম
ড. নিম হাকিম। ছবিঃ সংগৃহীত

যখন ছিলাম শিশু
বুঝিনি তখন কিছু।
হলাম যখন কিশোর
আকাশ দেখেছি ধূসর।
যুবক হয়েছি যখন
পৃথিবী দেখেছি তখন।
এখন হয়েছি বৃদ্ধ
করছি জীবনের সাথে যুদ্ধ।
আসে যায়-সমভাবে
তাই জীবন টিকে থাকে।
যদি যায় আসে কম
কমতে কমতে ফুরাবে দম।

আগামীনিউজ/নাসির