অতৃপ্ত প্রেম

গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির জুলাই ৯, ২০২১, ০৩:০৭ পিএম
ফাইল ফটো

কিছু কিছু সময়ের প্রতিচ্ছবি-

কারো কাছে  ঝুলন্ত ব্রিজ,মায়াবিনী লেক
কিংবা  মেঘে ঢাকা নীলাচল;
আবহমান কাল ধরে আমি -
অপেক্ষার পরতে পরতে
অথচ তোমার শেকড়ে বাড়ে
এ কোন মৌনতা।
স্বপ্নহীন  চোখের কত বুনেছি
প্রহরীর আলিঙ্গনে -
অদ্ভুত  বেদনায়  কেটে যায়  নিদ্রাহীন বালিশ;
কল্পনায় যত সাধ জড়ো হয়
অতৃপ্ত প্রেম তত- থাকে নির্বাসনে।