ড. নিম হাকিমের কবিতা

চাওয়া পাওয়া

সাহিত্য ডেস্ক ফেব্রুয়ারি ১৩, ২০২১, ০৩:১৪ পিএম
ড. নিম হাকিম। ছবিঃ সংগৃহীত

অনেক কিছুই চেয়েছি
পেয়েছিও তাঁর কিছুটা
তবুও আছে কিছু পাওয়ার বাসনা।

না চেয়ে যা পেয়েছি
চেয়ে যা পাইনি
সেটাই আমার বাসনা।

লালন করেছি মনে, অনেক পাওয়ার সাধ,
পাওয়া না পাওয়ার হিসাব মিলাতে
কেটে গেছে অনেক রাত।

অনেক দিন পরে পুরোনো বন্ধুর সনে
হঠাৎ কথা হলো টেলিফোনে
পুরোনো বাসনা তখন জেগেছে মনে।

কোন কারণে বলা হয়নি
সময়তো এখন অনেক পেরিয়ে গেছে
তবুও মন থেকে মুছে যায়নি।

এমন অনেকেরই থাকে
অব্যক্ত সে কথাগুলো
কোন এক সময় বলার বাসনা।

আগামীনিউজ/নাসির