ড. নিম হাকিমের কবিতা

ওরা মরে যুগ যুগ ধরে

সাহিত্য ডেস্ক জানুয়ারি ৫, ২০২১, ০৩:৩২ পিএম
ড. নিম হাকিম। ছবিঃ সংগৃহীত

বিখ্যাত মানুষ যারা এই জগতের চোখে
ওরা মরছে যুগ যুগ ধরে অনাহারে ।
কেউ খোঁজ নেয় না যতদিন বেঁচে থাকে জগতে
মরার পরে ফুলের মালা আর পুরুষ্কার ভাগ্যে জোটে ।

এখন কি হবে ওদের এসব দিয়ে
চলে গেলো শূন্য হাত নিয়ে ।

স্ত্রী বললো, এদের জন্য যা জোটে
মরার পরে তা বিক্রি করে হবে খেতে ।

যারা দিয়ে গেল এতকিছু সভ্যতার জন্য
কিন্তু হলো না স্বনামধন্য।

আগামীনিউজ/নাসির