হেলেনার দুই সহযোগী রিমান্ডে

ডেস্ক রিপোর্ট আগস্ট ৪, ২০২১, ০৬:৫৭ পিএম
ছবিঃ সংগ্রহিত

ঢাকাঃ আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটি থেকে বহিষ্কৃত ও ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের দুই সহযোগী হাজেরা খাতুন এবং সানাউল্লাহ নূরীকে তিন দিন হেফাজতে পেয়েছে পুলিশ।

পল্লবী থানায় দায়ের করা প্রতারণার মামলায় বুধবার ঢাকার মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালত রিমান্ডের আদেশ দেন।

হাজেরা খাতুন জয়যাত্রা ফাউন্ডেশনের ডিজিএম ও জয়যাত্রা টিভির জিএম (অ্যাডমিন) ছিলেন। আর সানাউল্ল্যা নূরী জয়যাত্রা টিভির প্রতিনিধি সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করতেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার পুলিশের উপপরিদর্শক (নিরস্ত্র) মো. আল হেলাল দুই আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

হাজেরা খাতুনের পক্ষে আইনজীবী ফিরোজুর রহমান মন্টু এবং সানাউল্ল্যাহ নূরীর পক্ষে আমানুল করিম লিটন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে। রাষ্ট্রপক্ষে তাপস কুমার পাল এর বিরোধিতা করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

সোমবার রাতে গাবতলী থেকে হেলেনা জাহাঙ্গীরের অন্যতম সহযোগী হাজেরা খাতুন ও সানাউল্ল্যাহ নূরীকে গ্রেপ্তার করা হয়।