৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ২৯ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২০, ২০২২, ০৪:০৯ পিএম
ফাইল ছবি

ঢাকাঃ ৪৪তম বিসিএস পরীক্ষার আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এরই ধারাবাহিকতায় আগামী ২৯ ডিসেম্বর থেকে শুরু হয়ে ধাপে ধাপে এই পরীক্ষা চলবে আগামী বছরের ১১ জানুয়ারি পর্যন্ত। তবে পরীক্ষার তারিখ ঘোষণা করা হলেও আসন ব্যবস্থা ও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশাবলি এখনও জারি করা হয়নি।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আব্দুল আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৯ ডিসেম্বর থেকে ১১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনাবলী যথাসময়ে সংবাদ মাধ্যম ও কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হবে।

এমএম