হামাস-ইসরায়েল যুদ্ধ বন্ধে যেকোনো ভূমিকা রাখতে প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্ক ডিসেম্বর ২২, ২০২৩, ১০:৩৭ এএম

ঢাকাঃ হামাস-ইসরায়েল যুদ্ধ থামাতে যেকোনো শান্তি আলোচনায় যোগ দিতে ভারত তৈরি বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, শান্তি ফেরাতে ভারতের যদি কোনো ভূমিকা থাকে আমরা নিশ্চয় তা করব। গাজায় নিপীড়িত মানুষের জন্য ভারত আরও ত্রাণ ও সাহায্য পাঠাবে। 

ইসরায়েল ও ফিলিস্তিনের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও জানিয়েছেন মোদি।  

এদিকে গাজায় ইসরায়েলি হামলা পুরোপুরি বন্ধ না হলে কোনো বন্দি বিনিময় করা হবে না বলে পরিষ্কার জানিয়েছে হামাস। ইসরায়েলও পাল্টা জানিয়েছে তারা শেষ দেখে ছাড়বে। 

হামাস বলছে নিহতের সংখ্যা ২০ হাজার
হামাস পরিচালিত গাজার সরকার বলছে ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরুর পর সেখানে প্রায় ২০ হাজার মানুষ নিহত হয়েছে।

গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে হামলা চালানোর পর পাল্টা পদক্ষেপ হিসেবে ওই সামরিক অভিযান চালায় ইসরায়েল।

এরপর থেকে সাত দিনের যুদ্ধবিরতির সময়টি বাদ দিয়ে দিনে গড়ে প্রায় তিনশ করে মানুষ নিহত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক ইমার্জেন্সি ডিরেক্টর রিচার্ড ব্রেনান বলেছেন তিনি এ তথ্যকে বিশ্বাসযোগ্যই মনে করেন।

যুদ্ধ ক্ষেত্রে মৃতের সংখ্যা নির্ধারণ একটি কঠিন বিষয় এবং গাজার শহরের চিকিৎসকরা বলছেন মৃতের সংখ্যা আরও বেশি হবে। কারণ যাদের হাসপাতালে নেয়া যায়নি বা যারা ভবনের ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মারা গেছে তাদের গণনা সম্ভব হয়নি। 

এমআইসি