যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে গোলাগুলি : নিহত ২, আহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক জুলাই ২, ২০২৩, ০৮:৪১ পিএম
ফাইল ছবি

ঢাকাঃ যুক্তরাষ্ট্রের মধ্য আটলান্টিক অঞ্চলের রাজ্য মেরিল্যান্ডের বৃহত্তম শহর বাল্টিমোরে গোলাগুলিতে ২ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার ভেরের দিকে ঘটেছে এই ঘটনা। পুলিশ জানিয়েছে, ‘ব্রুকলিন ডে’ উপলক্ষে শনিবার মধ্যরাতের দিকে শহরের গ্রেটনা এভিনিউ এলাকায় জনসমাগম হয়েছিল। ভোরের দিকে সেখানে গোলাগুলি শুরু হয় এবং এতে ঘটনাস্থলেই নিহত হন ১৮ বছর বয়সী তরুণী। আর  ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতলে নেওয়ার পথে মারা যান ২০ বছর বয়সী এক তরুণ।

 

আহতদের মধ্যে ৯ জনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিতে হয়েছে। বাকিরা পায়ে হেঁটে হাসাপাতলে যেতে পেরেছেন।

কে বা কারা এই হামলা চালিয়েছে, এখনও শনাক্ত করা যায়নি। বার্তাসংস্থা রয়টার্সকে বাল্টিমোর পুলিশ জানিয়েছে, রোববার ভোরের দিকে জরুরি ফোনকল পেয়ে তারা গ্রেটনা এভিনিউয়ের দিকে যান।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গোলাগুলির সময় ২০ থেকে ৩০ রাউন্ড গুলির শব্দ শুনেছেন তারা।


এমআইসি