মোটরসাইকেল নিষিদ্ধ করবে ভিয়েতনাম

আন্তর্জাতিক ডেস্ক ডিসেম্বর ৭, ২০২১, ০২:৪৪ পিএম
প্রতীকী ছবি

ঢাকা: মোটরসাইকেল নিষিদ্ধ করবে ভিয়েতনাম। ২০২৫ সালের পর রাজধানী হ্যানয়ের মূল জেলাগুলো থেকে মোটরসাইকেল নিষিদ্ধ করার পরিকল্পনা করা হয়েছে।

২০৩০ সালের পর এই পরিকল্পনা গ্রহণে কথা ছিল। কিন্তু যানজট নিরসন ও কার্বন নির্গমন কমাতে পাঁচ বছর আগেই এই পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে হ্যানয় কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (৭ ডিসেম্বর) ভিএনএক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এই নিষেধাজ্ঞা তৃতীয় রিং রোডের মধ্যে সব জেলায় এবং তিনটি প্রধান সড়কে প্রযোজ্য হবে। হ্যানয় প্রশাসন এ বিষয়ে একটি পরিকল্পনা তৈরি করেছে। তাছাড়া ২০৩০ সালের পর চতুর্থ রিং রোডের মধ্যে সব জেলায় মোটরসাইকেল নিষিদ্ধ করা হবে। দেশটি এই পরিকল্পনার ওপর মঙ্গলবার ভোট হওয়ার কথা রয়েছে।

রাজধানী হ্যানয়ে প্রায় ৫৬ লাখ মোটরবাইক এবং ৬ লাখ অটোমোবাইল রয়েছে। গণপরিবহনের দুর্বল কার্যক্রমের কারণে হ্যানয়সহ ভিয়েতনামের প্রধান শহরগুলোতে ব্যক্তিগত যানবাহন ব্যবহারের প্রবণতা বেড়েছে।

আগামীনিউজ/ হাসান