যুক্তরাষ্ট্রের আলাস্কায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ১২, ২০২১, ১০:৪৬ এএম
প্রতীকী ছবি।

ঢাকাঃ যুক্তরাষ্ট্রের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য আলাস্কায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৯ বলে জানিয়েছে ইউরোপভিত্তিক ভূতাত্ত্বিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)।

সোমবার পৃথক এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা সুনামি ওয়ার্নিং সিস্টেম জানিয়েছে, ভূ-পৃষ্ঠের ৫১ কিলোমিটার গভীরে উৎপত্তি হয় ভূমিকম্পটির। এখন পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি এবং ভূমিকম্পের ফলে সুনামির কোনো লক্ষণও দেখা যায়নি।

আলাস্কায় সর্বশেষ ভূমিকম্প হয়েছিল চলতি বছরের ২৯ জুলাই। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৮ দশমিক ২। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক গবেষণা ও জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে চলতি বছর এই নিয়ে আটবার ভূমিকম্প হলো আলাস্কায়। তার মধ্যে দু’টি ভূমিকম্পের মাত্রা ছিল ৬।

আগামীনিউজ/নাসির