হারিকেন হেনরি: যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ২৩, ২০২১, ১১:৩০ এএম
ছবি: সংগৃহীত

ঢাকাঃ যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় হারিকেন হেনরি। তাই নিউইয়র্ক ও কানেটিকাটের বিভিন্ন স্থানে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় রোববার ঝড়টি নিউ ইয়র্কের লং আইল্যান্ড এবং নিউ ইংল্যান্ডের দক্ষিণ অংশের ওপর দিয়ে বয়ে যেতে পারে। ঝড়ে বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৭৫ মাইল (১২০ কিলোমিটার)। পাশাপাশি ছয় ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে।

ফেডারেল এমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি এডমিনসস্ট্রেটর সিএনএনকে বলেছেন, আমাদেরকে এই ঝড়কে গুরুত্বের সঙ্গে নিতে হবে। এই ঝড় অনেকটাই ক্ষতি ডেকে আনতে পারে।

পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কের কনসার্ট খারাপ আবহাওয়ার কারণে বন্ধ হয়ে গেছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে সর্বশেষ ১৯৯১ সালে বব নামে হারিকেন আঘাত হানে। এতে ১৭ জন নিহত হন।