২৬ বাংলাদেশিকে হত্যাকারীদের গ্রেফতারের নির্দেশ

নিউজ ডেস্ক মে ২৯, ২০২০, ০৩:২৩ পিএম
ছবি সংগৃহীত

ঢাকা: লিবিয়ায় ২৬ বাংলাদেশিসহ মোট ৩০ জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ীদের চিহ্নিত করে গ্রেফতারের নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিবৃতিকে উদ্ধৃত করে সেখানকার ইংরেজি গণমাধ্যম দ্য লিবিয়া অবজারভার জানিয়েছে, মিজদা শহরের এক মানবপাচারকারী উপকূলীয় অঞ্চল থেকে ওই ৩০ জনকে অপহরণ করে। বাকি চারজন আফ্রিকারই নাগরিক। এরপর ভুক্তভোগীরা তাকে হত্যা করে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘অভিযুক্ত পাচারকারী মঙ্গলবার রাতে অভিবাসীদের হাতে কোনোভাবে খুন হন। এরপর তার সহযোগী এবং আত্মীয়স্বজনেরা জিম্মি অভিবাসীদের ক্যাম্পে নির্বিচারে গুলি চালালে ঘটনাস্থলে ২৬ জন বাংলাদেশিসহ মোট ৩০ জন মারা যান। এই ঘটনায় আরো ১১ জন বাংলাদেশি মারাত্মকভাবে আহত হয়েছেন।’

পাচারকারীর আত্মীয়রা আইন হাতে তুলে নিয়ে ‘প্রতিহিংসামূলক অপরাধ’ করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘অপরাধীরা যে উদ্দেশ্য নিয়েই খুন করুক না কেন, আইন তা সমর্থন করবে না। মিজদার নিরাপত্তার বিভাগকে দ্রুত তাদের গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে।’

আগামীনিউজ/মিজান