মহাসাগরে মার্কিন বিমানবাহী রণতরীতে করোনা

নিজস্ব প্রতিবেদক মার্চ ২৫, ২০২০, ০৮:৫৯ পিএম

মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টের তিন নৌ সেনা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। থিওডোর রুজভেল্ট প্রশান্ত মহাসাগরে মোতায়েন রয়েছে।

মার্কিন নৌবাহিনীমন্ত্রী থমাস মোডলি বলছেন, এই প্রথম সাগরে মোতায়েন  মার্কিন যুদ্ধজাহাজে করোনা আক্রান্ত হওয়ার ঘটনা ঘটল। করোনা আক্রান্ত নৌসেনাদেরসহ তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের সঙ্গরোধ বা কোয়ারেন্টাইন করা হয়েছে।

নিমিৎজ শ্রেণির বিমানবাহী রণতরী ইউএসএস থিউডোর রুজভেল্টে প্রায় ৫০০০ নৌসেনা রয়েছেন। বিমানাবাহী রণতরীতে মোতায়েন থাকার সময়ে এ সব সেনাদের অত্যন্ত চাপাচাপি করে জীবন-যাপন করতে হয়।

অবশ্য এর আগে তীরে অবস্থিত মার্কিন যুদ্ধজাহাজের সেনাদের মধ্যে করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। সর্বশেষ সান দিয়াগো বন্দরে মোতায়েন যুদ্ধজাহাজগুলোতে অন্তত ১২ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আগামীনিউজ/নুসরাত