কারিগরি ত্রুটির কারণে মোবাইল ইন্টারনেট বন্ধ : বিটিআরসি

নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৫, ২০২১, ১২:১৬ পিএম
ছবিঃ আগামী নিউজ

ঢাকাঃ কারিগরি ত্রুটির কারণে দেশের সব মোবাইল অপারেটরের ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

শুক্রবার (১৫ অক্টোবর) সংস্থাটির পক্ষ থেকে এ কথা জানানো হয়।

এর এদিন সকাল থেকেই মোবাইল সিমের ডাটা (ইন্টারনেট) ব্যবহার করতে সমস্যায় পড়েন গ্রাহকরা। অনেকেই জরুরি প্রয়োজনে মোবাইল সিমের ডাটা চালু করেও ইন্টারনেট সংযোগ পেতে ব্যর্থ হন।

মোবাইল সিমের একাধিক ডাটা ব্যবহারকারী জানান, সকাল থেকে মোবাইল সিমের ডাটা চালু করার পর তারা কোনো সংযোগ পাচ্ছেন না। এতে জরুরি কাজে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না তারা।

শাওন নামের একজন গ্রাহক জানান, সকালে সিমের ডাটা চালু করেও ইন্টারনেট সংযোগ পাচ্ছি না। আমার গ্রামীণফোন সিমের ডাটা চালু করে ইন্টারনেট সংযোগ পাইনি।

আগামীনিউজ/শরিফ