বিল গেটস কি টেলিগ্রাম কিনেছেন?

তথ্য ও প্রযুক্তি ডেস্ক এপ্রিল ১৩, ২০২১, ০৩:০০ পিএম

ঢাকাঃ একটি ফেইসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিন ধরে ভাইরাল হয়ে আসছে বিশ্বের এক সময়ের শীর্ষ ধনী বিল গেটস টেলিগ্রাম মেসেজিং অ্যাপ কিনেছেন। যদিও গেটস কেনা তো দূরের কথা অ্যাপটি নিয়ে আগ্রহও কখনো প্রকাশ করেননি।

এএফপির একটি প্রতিবেদনে বলেছে, যে পোস্টটি ভাইরাল হয়েছে সেটি এডিটেড এবং স্ক্রিনশট ব্যবহার করা হয়েছে।

টেলিগ্রাম এবং গেটস ফাউন্ডেশনের পক্ষ থেকেও বিবৃতির মাধ্যমে খবরটিকে গুজব বলে নিশ্চিত করা হয়েছে। ৫ এপ্রিল থেকে পোস্টটি ভাইরাল হতে থাকে সোসাল মিডিয়ায়।

৬০০ মিলিয়ন ডলারে বিল গেটস টেলিগ্রাম কিনেছেন এমনই বলা হয় ফক্স নিউজের রিপোর্টের উদ্ধৃতি দেয়া ওই পোস্টে।

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে আলোচনা শুরু হওয়ার পর টেলিগ্রাম ডাউনলোডের হিড়িক পড়ে। অ্যাপটির দাবি, তাদের এনক্রিপ্টেড ফিচার অনেক শক্তিশালী।

আগামীনিউজ/জনী