এইচএসসির ফল পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ পেলেন ফেল করা শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক মার্চ ১০, ২০২৩, ০২:৪৪ পিএম

ঢাকাঃ চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৪৪ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ৩২ জন পরীক্ষার্থী। এদের মধ্যে একজন পরীক্ষার্থী ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন।

শুক্রবার (১০ মার্চ) এই ফল প্রকাশিত হয়। 

এতে দেখা যায়, ফেল থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীকে বাংলায় ফেল দেখানো হয়েছিল। খাতা চ্যালেঞ্জ করে তিনি বাংলায় জিপিএ-৫ পান।

উল্লেখ্য, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় মোট ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। মোট ১১ লাখ ৭৬ হাজার ২৮২ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন। যাতে কুমিল্লা বোর্ডে সর্বোচ্চ জিপিএ-৫ পান ১৪ হাজার ৯৯১ জন পরীক্ষার্থী। কুমিল্লায় পাসের হার ছিল ৯০ দশমিক ৭২ শতাংশ।

বুইউ