করোনা কৃষি ও পল্লী ঋণের সুদহার কমাল

ডেস্ক রিপোর্ট এপ্রিল ২৩, ২০২১, ০১:০০ পিএম
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ করোনা মহামারিতে দেশের স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড বিঘ্নিত হওয়ার সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি উৎপাদনও। এ বিবেচনায় বাংলাদেশ ব্যাংক স্বল্প সুদে ঋণ সরবরাহ নিশ্চিত করে স্বাভাবিক  উৎপাদনশীল পর্যায়ে নিয়ে আসতে কৃষি ও পল্লী ঋণের সুদের হার ১ শতাংশ কমিয়ে ৮ শতাংশে নামিয়ে এনে প্রজ্ঞাপন জারি করেছে। 

বৃহস্পতিবার (২২ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকি প্রবিধি ও নীতি বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ১ এপ্রিল থেকেই কৃষি ও পল্লী ঋণের নতুন এ সুদহার কার্যকর হবে। সেখানে আরও বলা হয়েছে, অর্থনীতি ও কর্মসংস্থানে কৃষি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ খাত।

সেইসঙ্গে সরকার খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত করে দারিদ্র বিমোচন, কর্মসংস্থান সৃষ্টিতে কৃষি উন্নয়নকে গুরুত্ব দিচ্ছে। করোনায় অন্যান্য খাতের মত কৃষি খাতও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এ খাতের জন্য বাড়তি সুবিধা প্রয়োজন।

এর আগে সবশেষ ২০১৭ সালের ২২ জুন এক প্রজ্ঞাপনে কৃষি ও পল্লী ঋণের সুদ হার ১ শতাংশ কমিয়ে ১০ থেকে ৯ শতাংশ করা হয়।

আগামীনিউজ/সোহেল