মলম পার্টির টার্গেট সন্ধ্যায় ঘরে ফেরা মানুষ

নিজস্ব প্রতিবেদক মে ১৯, ২০২০, ০৮:৪০ এএম
ছবি সংগৃহীত

ঢাকা: রমজানের ঈদকে সামনে রেখে রাজধানীতে সক্রিয় হয়ে উঠেছে অজ্ঞান ও মলপার্টি চক্র। বিশেষ করে সন্ধ্যায় ঘরে ফেরা মানুষকে টার্গেট করে সর্বত্র লুটে নিত তারা। 

সোমবার (১৮ মে) সন্ধ্যায় মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে অজ্ঞান করার বিভিন্ন মলম।

গ্রেফতারকৃতরা হলেন- কালু মিয়া, মিলন হাওলাদার, রিপন মিয়া, আলিয়ার রহমান ও দিদার হোসেন।

আগামীনিউজকে এসব তথ্য জানিয়েছে র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মেজর এইচ এম পারভেজ আরেফিন। 

তিনি বলেন, আসাদ গেট এলাকায় র‌্যাবের একটি দল সিভিলে টহল দিচ্ছিলো। এসময় কয়েকজনের গতিবিধি আমাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছিলো। পরে তাদেরকে আটক করা হয় এবং উদ্ধার করা হয় ওষুধ, তরল পদার্থ এবং মলম। 

তারা তরল জাতীয় এসব মলম সাধারণ পথচারীদের চোখে-মুখে ছিটিয়ে সবকিছু ছিনিয়ে নিতো। আবার ডাব কিংবা অন্য খাবারের সঙ্গে ওষুধ মিশিয়ে মানুষকে অজ্ঞান করে সর্বত্র লুটত।

বিশেষ করে ঈদ উপলক্ষে মার্কেট ও আশপাশের এলাকায় এই চক্রের আনাগোনা বেড়ে যায়। সন্ধ্যায় মার্কেট থেকে বাড়ি ফেরা মানুষদের টার্গেট করত চক্রটি।

আগামীনিউজ/আরিফ/মিজান