চট্টগ্রামে টায়ার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম এপ্রিল ২৯, ২০২৩, ০২:১৭ পিএম

চট্টগ্রামঃ বন্দরনগরী চট্টগ্রামে একটি পরিত্যক্ত টায়ার গুদামে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে গেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। 

শনিবার (২৯ এপ্রিল) দুপুর ১২টা ৪৫ মিনিটে নগরীর দেওয়ানহাটে একটি টায়ার গুদামে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে একে একে বাড়তে থাকে ইউনিটের সংখ্যা। 

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ফায়ার ফাইটার শাহজাহান জানান, দেওয়ানহাট ব্রিজের নিচে একটি পরিত্যক্ত টায়ারের গোডাউনে আগুন লেগেছে। আগুন এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের কালো ধোঁয়ায় পুরো এলাকা ছেয়ে গেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুরনো টায়ারের গুদামে আগুন লাগায় তা নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় করেছে। তাদের অনেকেই আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে। 

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

বুইউ