দুপচাঁচিয়ায় বাঁশঝাড়ে জুয়ার আসর : ৬ জন কারাগারে

উপজেলা প্রতিনিধি, দুপচাঁচিয়া (বগুড়া) এপ্রিল ২৪, ২০২৩, ০৩:৫৮ পিএম

বগুড়াঃ দুপচাঁচিয়া উপজেলায় বাঁশঝাড়ে আসর বসিয়ে জুয়া খেলার দায়ে আটক ৬ ব্যক্তিকে আজ সোমবার (২৪ এপ্রিল) কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার (২৩ এপ্রিল) রাতে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলো- দুপচাঁচিয়া পৌরসভার চেঙ্গা মহল্লার মৃত আ: জলিলের ছেলে হাসান (৩০), মমতাজ আলীর ছেলে ইসমাইল (৪০), রফিকুল ইসলামের ছেলে আব্দুল বারী (৩৫), রাজকুমার রবিদাসের ছেলে সুজন রবিদাস (২০), মোস্তফার ছেলে মোক্তার (২০) এবং বাচ্চু তালুকদারের ছেলে ফজলে রাব্বী (২০)।

পুলিশের দেয়া তথ্য মোতাবেক জানা গেছে, গোপনের ভিত্তিতে দুপচাঁচিয়া পৌর এলাকার চেঙ্গা মহল্লায় অভিযান পরিচালনা করে পুলিশ। সেখানে একটি বাঁশঝাড়ের ভিতর আসর বসিয়ে জুয়া খেলার সময় ৬ জনকে আটক করা হয়। এসময় জুয়া খেলার তাস, টর্চ লাইট এবং নগদ ২ হাজার ১ শত ৬৫ টাকা জব্দ করে পুলিশ। 

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানায়, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজুকৃত হয়েছে। 

দেওয়ান পলাশ/বুইউ