দুপচাঁচিয়ায় বাড়িতে মাদক রেখে ব্যবসা, আটক ৩

উপজেলা প্রতিনিধি, দুপচাঁচিয়া (বগুড়া) মার্চ ২৮, ২০২৩, ০২:৫১ পিএম

বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া উপজেলায় বাড়িতে মাদক রেখে ব্যবসা করার দায়ে ৩ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৮ মার্চ) আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে তাদের দুপচাঁচিয়া উপজেলার তালোড়া লাফাপাড়া এলাকা থেকে আটক করা হয়।

পুলিশের দেয়া তথ্যমতে, আটককৃতরা হলো দুপচাঁচিয়া উপজেলার তালোড়ার সাবলা গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে আব্দুর রাজ্জাক রুবেল (৪৮), লাফাপাড়ার মৃত জয়দেব দাসের ছেলে সুদেব দাস (৪৯) এবং একই মহল্লার মৃত লাল বিহারীর ছেলে বিষ্ণুদাস (৪৫)।

পুলিশ বলছে, গোপন খবরে সোমবার (২৭ মার্চ) মধ্যরাতে দুপচাঁচিয়া উপজেলার তালোড়ার লাফাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। সেখানে আটক জয়দেব দাসের বসতবাড়ির শয়ন কক্ষ হতে ৪.৮ গ্রাম হিরোইন উদ্ধারপূর্বক মাদক কারবারীদের আটক করা হয়। 

দুপচাঁচিয়া থানার অফিসার ইন চার্জ আবুল কালাম আজাদ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

দেওয়ান পলাশ/বুইউ