ইভিএমে পক্ষপাতিত্ব করার সুযোগ নেই : ইসি হাবিব

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা মার্চ ১৬, ২০২৩, ০৪:০৫ পিএম

চুয়াডাঙ্গাঃ নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল আহসান হাবিব খান বলেছেন, ইভিএম-এ পক্ষপাতিত্ব করার কোনো সুযোগ নেই। এটি স্বচ্ছতার প্রতীক। সারাদেশে ছয় শতাধিক নির্বাচন ইভিএম-এ হয়েছে। কোথাও পক্ষপাতিত্ব হয়নি।

বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসি হাবিব বলেন, ‘সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে চাই। দলগুলোর সঙ্গে বারবার সংলাপ করেছি। প্রয়োজনে আমরা আরও সংলাপ করবো। একটি শক্তিশালী বিরোধী দল থাকলে নির্বাচনে ব্যাল্যান্স থাকে।’

নির্বাচন কমিশনার বলেন, আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি যেন সব দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করে।

জামান আখতার/বুইউ