৩ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

জেলা প্রতিনিধি, রাজবাড়ী ডিসেম্বর ২৬, ২০২২, ১০:১৮ এএম

রাজবাড়ীঃ ঘন কুয়াশার কারণে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণপশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) ভোর ৬টা থেকে নিরাপত্তাজনিত কারণে ফেরি চলাচল বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। সকাল ৯টার দিকে কুয়াশা কেটে গেলে আবারও ফেরি চলাচল শুরু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন জানান, রোববার রাত থেকে নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় সোমবার ভোর ৬টায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব কমলে সকাল ৯টার সময়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। কিছু সময় ফেরি বন্ধ থাকলেও যানবাহনের কোনো সিরিয়াল তৈরি হয়নি। বর্তমানে এ রুটে ছোট বড় ১৩টি ফেরি চলাচল করছে।

বুইউ