ছেলের ধারালো অস্ত্রের কোপে প্রাণ গেলো বাবার

জেলা প্রতিনিধি, ফরিদপুর ডিসেম্বর ১১, ২০২২, ১০:২৯ এএম

ফরিদপুরঃ জেলার ভাঙ্গা উপজেলায় ছেলের ধারালো অস্ত্রের কোপে বাবা কিবরিয়া ফকির (৫৫) নিহত হয়েছেন। শনিবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ছেলেধরচর এলাকায় নিহতের নিজ বাড়িতেই এ ঘটনা ঘটে।

নিহত কিবরিয়া ভাঙ্গা বাজারের শ্রমিক ছিলেন। ছেলে নাঈম ফকির (১৯) একই বাজারের খাবার হোটেলে বাবুর্চির কাজ করতেন।

রোববার (১১ ডিসেম্বর) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূইয়া।

স্থানীয়রা জানান, শনিবার রাতে ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর মহল্লার নিজ বাড়িতে ছেলের সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হয় কিবরিয়ার। এক পর্যায়ে ছেলে নাইম মেজাজ হারিয়ে বাবা কিবরিয়া ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে কোপান। পরে স্বজনরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, নিহত কিবরিয়ার গলা, ঘাড়, পিঠ ও কানে ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন রয়েছে। 

অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূইয়া জানান, পারিবারিক কলহের জেরে এ খুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামি পলাতক আছে। তাকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বুইউ