সীমান্তে উত্তেজনা: ঘুমধুম কেন্দ্রের এসএসসি পরীক্ষা হবে কক্সবাজারে

জেলা প্রতিনিধি, বান্দরবান সেপ্টেম্বর ১৭, ২০২২, ০৯:২৬ এএম

বান্দরবানঃ মিয়ানমার সীমান্তে আতঙ্কজনক পরিস্থিতির কারণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের এসএসসি পরীক্ষা কেন্দ্র কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে নেওয়া হয়েছে। শুক্রবার (১৬‌ সে‌প্টেম্বর) রা‌তে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছ‌মিন পারভীন তিবরী‌জি এ তথ‌্য জানিয়ে‌ছেন।

এ বিষয়ে জেলা প্রশাসক ব‌লেন, ‘বর্তম‌া‌নে বান্দরবা‌নের নাইক্ষ‌্যংছ‌ড়ির ঘুমধু‌ম সীমা‌ন্তের প‌রি‌স্থি‌তি ভ‌ালো না। যেকোনও মুহূ‌র্তে বড় ধর‌নের দুর্ঘটনা ঘট‌তে পারে। এমন প‌রি‌স্থি‌তি‌তে ঘুমধু‌মের এসএস‌সি পরীক্ষা কেন্দ্রটি স‌রি‌য়ে নিকটবর্তী কক্সবাজা‌রের উখিয়ার কুতুপালং কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।’ ‌

ঘুমধুমের এই কেন্দ্রে পরীক্ষার্থীর ‌সংখ্যা ৪৯৯ জন ব‌লে জানান তি‌নি।

এর আগে শুক্রবার রাত ৮টার দিকে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল এসে পড়েছে সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে। নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ২নং ওয়ার্ড কোনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সেটি বিস্ফোরণে সেখানে বসবাসরত মো. ইকবাল (১৭) নামে এক রোহিঙ্গা নিহত হ‌য়ে‌ছেন বলে জানা গেছে। এ সময় আহত হয়েছে আরও পাঁচ জন।

এমবুইউ