ঝিনাইদহে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু

বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ আগস্ট ৫, ২০২২, ০৭:২৩ পিএম

ঝিনাইদহঃ জেলার মহেশপুর উপজেলায় কপোতাক্ষ নদীতে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত শিশুরা হলো- মহেশপুর উপজেলা শহরের হাসপাতাল পাড়ার ফারুক হোসেনের ছেলে জীম (১৪) ও রহমত আলীর ছেলে সাব্বির হোসেন (৯)।

স্থানীয়রা জানান, দুপুরে বেশ কয়েকজন শিশু নদীতে গোসলে নেমে একটি নৌকায় উঠলে সেটি উল্টে নদীতে পড়ে যায়। এরপর সবাই উঠে আসলেও জীবন ও সাব্বিরকে খুঁজে পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসে সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

মহেশপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. আব্দুস সোবহান হাওলাদার জানান, দুপুরে জীবন ও সাব্বির হোসেন অন্য শিশুর সঙ্গে কপোতাক্ষ নদীতে গোসলে নামে। গোসল শেষে বাকিরা ফিরলেও তারা নদী থেকে উঠে আসেনি। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর তাদের উদ্ধার করা হয়।

মহেশপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া জানান, দুই শিশুর পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মহেশপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।

এমবুইউ