ওরশ মাহফিল থেকে ২০ মাদকসেবী আটক

বগুড়া প্রতিনিধি জানুয়ারি ১৬, ২০২০, ০৩:২৩ পিএম

বগুড়ার ধুনট উপজেলায় ওরশ মাহফিলে মাদক সেবনকালে ২০ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বাটিকাবাড়ি গ্রামবাসীর আয়োজনে বুধবার সন্ধ্যায় ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়। ওই ওরশে এলাকায় গোলাম রব্বানীর বাড়িতে তারা মাদকের আড্ডা বসায়। এমন সংবাদে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলো, ধুনট উপজেলার চান্দিয়ার গ্রামের করিম শেখের ছেলে মজনু শেখ (৪০), আব্দুস সামাদের ছেলে রানা সরকার (২৫), শুকুর আলীর ছেলে আনোয়ারুল (২০), হযরত মন্ডলের ছেলে ইউসুফ (৫০), চালাপাড়া গ্রামের মনোয়ার শেখের ছেলে সেলিম শেখ (২৫), সামসুদ্দিনের ছেলে মোস্তফা কামাল (২৭), দুদু প্রামাণিকের ছেলে জহুরুল প্রামাণিক (৩৪), সবুর প্রামাণিকের ছেলে রেজাউল করিম (৩৫), বুলু মন্ডলের ছেলে মোস্তফা মন্ডল (৩০), আবেদ আলীর ছেলে ফারাইজুল ইসলাম (৫৫), পাঁচথুপী গ্রামের আবু সালেহ তালুকদারের ছেলে রাশেদুর রহমান (৩০), পীরহাটি গ্রামের ইউনুস মন্ডলের ছেলে আকুল মন্ডল (২১), থেউকান্দি গ্রামের সামছু শেখের ছেলে বদিউজ্জামান (৪০), দিগলকান্দি গ্রামের সুরমান আলী ছেলে বেলাল হোসেন (৪০), চৌকিবাড়ি গ্রামের আব্দুল্লাহ মন্ডলের ছেলে মোশারফ (৪০), বহালগাছা গ্রামের জনাব খানের ছেলে মোশারফ (৪০), ইসমাইল শেখের ছেলে হিরণ শেখ (২০), বিলকাজুলী দক্ষিণপাড়ার মনছের শেখের ছেলে সাজেদুল ইসলাম (৩০), শেরপুর উপজেলার চকধলী গ্রামের সালাম আকন্দের ছেলে সেলিম (৩৫), কাজিপুর উপজেলার হাটশিরা গ্রামের আয়নাল হকের ছেলে ফরিদুল ইসলাম (৪০)।

ধুনট থানার ওসি ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। আসামিদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আগামী নিউজ/এনএএম/এসএম/এনএনআর