মধুখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

উপজেলা প্রতিনিধি, মধুখালী (ফরিদপুর) জুলাই ৮, ২০২২, ০৩:৩৩ পিএম

ফরিদপুরঃ জেলার মধুখালীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ সময় গাড়িতে থাকা আরো তিন জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ জুলাই) রাতে ঢাকা খুলনা মহাসড়কের আড়কান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার শ্রীকোল গ্রামের মোহন মোল্যার ছেলে সোহান মোল্যা (২২) ও একই জেলার পাচুরিয়া গ্রামের অমল জোয়াদ্দারের ছেলে অমিত জোয়াদ্দার (২৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে আড়কান্দী এলাকায় সিএনজি চালিত অটোরিক্সাকে মাছবাহী একটি ট্রাক ধাক্কা দিলে অটোরিক্সাটি সড়কে উল্টে ঘটনাস্থলে আগুন ধরে যায়। এ সময় ভিতরে থাকা দুই যাত্রীর শরীরে আগুন লেগে মারা যান।

মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল হাসেম বলেন, আমরা ফোন পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশকে বুঝিয়ে দিয়েছি।

কানাইপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কঙ্কন বিশ্বাস বলেন, দুর্ঘটনায় নিহতরা দুজনই মাগুরা জেলার। তারা ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

সালেহীন সোয়াদ সাম্মী/এমবুইউ