সুন্দরগঞ্জে দশ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

জেলা প্রতিনিধি, গাইবান্ধা: মে ২৭, ২০২২, ০৮:০২ পিএম

গাইবান্ধাঃ জেলার সুন্দরগঞ্জে দশ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার হরিপুর ইউনিয়নের পাঁচপীর খেয়াঘাট থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া গ্রামের বাসিন্দা মাদক ব্যবসায়ী আল-আমিন শেখ ও তার স্ত্রী রুনা বেগম।

পুলিশ জানায়, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মানষ রঞ্জন দাস সঙ্গীয় ফোর্সসহ পাঁচপীর খেয়াঘাটে অভিযান চালিয়ে দশ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন থেকে নদীপথসহ বিভিন্ন রুট পরিবর্তন করে গাঁজাসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছিল। 

কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মানষ রঞ্জন দাস বলেন, 'দশ কেজি গাঁজাসহ গ্রেফতারপূর্বক তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।'

সুদীপ্ত শামীম/এসএস