দুপচাঁচিয়ায় মাদক ব্যবসার অভিযোগে নারী আটক

উপজেলা প্রতিনিধি, দুপচাঁচিয়া (বগুড়া) মে ১৩, ২০২২, ০৩:২৭ পিএম

বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া উপজেলায় মাদক ব্যবসার অভিযোগে ফাতেমা জিন্নাহ (৪২) কে আটকের পর শুক্রবার (১৩ মে) আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ। এর আগে তার  বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়।

আটক ফাতেমা জিন্নাহ দুপচাঁচিয়া পৌরসভাস্থ মন্ডলপাড়ার রায়হান প্রামানিকের স্ত্রী।

পুলিশ বলছে, বৃহস্পতিবার (১২ মে) রাতে  মাদক বিক্রির গোপন খবরে  দুপচাঁচিয়া পৌরসভাস্থ মেইল বাস স্ট্যান্ড সংলগ্ন একটি তেলের পাম্পের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে এসআই নিয়ামান নাসিরসহ সঙ্গীয় ফোর্স। অভিযানকালে সেখানে মাদক বিক্রির জন্য অবস্থানরত ফাতেমা জিন্নাহকে পলিথিনে মোড়ানো এক পুটলি হিরোইনসহ আটক করা হয়। পলিথিনসহ জব্দকৃত হিরোইনের পরিমান ২ গ্রাম।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানায়, মাদক নিরোধকল্পে অভিযান অব্যাহত থাকবে।

দেওয়ান পলাশ/এমএম