পুলিশের অর্থে নির্মিত উত্তরাঞ্চলে ৬১টি গৃহহীন পরিবার পেল বাড়ি

উত্তরাঞ্চল প্রতিনিধি এপ্রিল ১০, ২০২২, ০৩:৫৫ পিএম

নীলফামারীঃ মুজিববর্ষে প্রধানমন্ত্রী নির্দেশিত পুলিশের অর্থে নির্মিত উত্তরাঞ্চলের ৬১টি গৃহহীন পরিবার বাড়ি পেল। তারা পেলেন স্থায়ী ঠিকানার নিশ্চয়তা। রবিবার দুপুর বেলা গণবভন থেকে ভার্চুয়ালী এসব বাড়ির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কথা হয় পুলিশের অর্থে নির্মিত বাড়ির মালিক ৭০ বছরের বৃদ্ধ গজেন চন্দ্র রায়ের সঙ্গে। তিনি বাড়ি পেয়ে আনন্দিত। প্রকাশ করলেন উচ্ছাস। দীর্ঘ ৭০ বছর ধরে অন্যের জমিতে বাড়ি করে বসবাস করে আসছিলেন। ছিল না তার স্থায়ী ঠিকানা। সেই স্থায়ী ঠিকানার ব্যবস্থা করে দিয়েছেন প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ বাহিনী। এজন্য তিনি তাদের প্রতি কৃতজ্ঞ। তবে তার কথা বাবা সব ঠিক আছে, কিন্তু গোসল করার জায়গাটি খোলা। এজন্য তিনি অনুযোগের সঙ্গে খানিকটা দুঃখও প্রকাশ করেছেন।

জিকরুল হক/এমএম