মহেশপুর সীমান্তে সাড়ে ১২ কেজি স্বর্ণসহ আটক ১

বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ এপ্রিল ১, ২০২২, ০২:৫১ পিএম

ঝিনাইদহঃ জেলার মহেশপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে সাড়ে ১২ কেজি স্বর্ণসহ ইব্রাহিম খলিল (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শুক্রবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মাটিলা বিওপির জলুলী গ্রামের করিমমোড় বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ইব্রাহিম খলিল মহেশপুর উপজেলা জাগুসা গ্রামের আব্দুল লতিফের ছেলে।

শুক্রবার দুপুরে মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহিন আজাদ সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার করিমমোড় এলাকায় চেকপোষ্ট বসায় বিজিবি। পরে এক মোটরসাইকেল আরোহীকে সন্দেহ হলে তার গতি রোধ করার চেষ্টা করে বিজিবি সদস্যরা। তখন ইব্রাহীম পালানোর চেষ্টা করে। সে সময় তাকে ধরার পর মোটরসাইকেলে ঝুলানো প্লাষ্টিকের ব্যাগ থেকে একটি টেপ প্যাচানো প্যাকেট বের করে দেখা যায় স্বর্ণের বার।

তিনি বলেন, এ সময় তার কাছে থেকে ৯৮টি ছোট সোনার বার ও একটি বড় সোনার বার জব্দ করা হয়। যার মোট ওজন সাড়ে ১২ কেজি।

তিনি আরও জানান, এ ব্যাপারে মামলা দায়ের করে আসামী এবং উদ্ধাকৃত স্বর্ণ ঝিনাইদহের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

বুরহান উদ্দীন/এমএম