পটুয়াখালীঃ মহিপুরে পূনর্বাসনের দাবিতে অনশন কর্মসূচি পালন করছে দুই শতাধিক ব্যবসায়ী। বুধবার সকাল দশটায় মহিপুর প্রেসক্লারে সম্মূক্ষে এ অনশন শুরু হয়। দুপুর দুইটা পর্যন্ত এ অনশন চালিয়ে যাবেন বলে জানান ব্যবসায়ীরা।
এসময় বক্তব্য রাখেন মহিপুর বন্দর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম ও মহিপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক রুহুল আমিন দুলাল।
অনশনে বক্তারা বলেন, গত ২২ মার্চ কোন নোটিশ ছাড়াই মহিপুর বন্দরের প্রায় দুই শতাধিক দোকান উচ্ছেদ করে সড়ক ও জনপদ বিভাগ। বর্তমানে এসব পরিবারের সদস্যরা মানবেতর জীবন অতিবাহিত করছে। অবিলম্বে তাদের পূনর্বাসন না করা হলে তারা আরো কঠোর কর্মসূচি পালন করবেন বলে জানান।
রাসেল কবির মুরাদ/এমএম