দুপচাঁচিয়ায় গ্রাম এলাকায় জুয়ার আসর, আটক ৫

দুপচাঁচিয়া ( বগুড়া) প্রতিনিধি মার্চ ১৪, ২০২২, ০৪:১২ পিএম

বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া উপজেলায় গ্রাম এলাকার একটি মাটির ঘরে আসর বসিয়ে জুয়া খেলার অভিযোগে আটককৃত ৫ ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহন সাপেক্ষে সোমবার (১৪ মার্চ) আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।

এর আগে রোববার (১৩ মার্চ) মধ্যরাতে পুলিশ অভিযানে তাদের আটক করা হয়।

আটককালীন সময় তাদের নিকট হতে নগদ ১৬ হাজার ২ শত টাকা, ৪ টি মোবাইল ফোন এবং ৮ সেট তাস উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

আটককৃতরা হলো- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ঝাঝিরা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে বেলাল হোসেন (৪০), মৃত শুনজানের ছেলে রাজ্জাক সরদার (৪৫), তালুচ গ্রামের মৃত আছিম মোল্লার ছেলে নুরুল ইসলাম (৪৩), মৃত কফিল উদ্দিনের ছআবু কালাম (৪২) এবং হেরুঞ্জ গ্রামের মৃত আবুল হোসেন সোনারের ছেলে মোশারফ সোনার (৪০)।

পুলিশ জানায়, রোববার (১৩ মার্চ) মধ্যরাতে দুপচাঁচিয়া উপজেলার তালুচ পশ্চিম পাড়ার আরিফ ফকিরের (৪০) মালিকানাধীন মাটির একতলা ঘরের মধ্য  জুয়া খেলার গোপন খবরে  অভিযান পরিচালনা করে এসআই নিয়ামান নাসিরসহ সঙ্গীয় ফোর্স। অভিযানে ৫ জন কে জুয়া খেলাস্থল থেকে আটক করা হয়।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানায়, জুয়া নিরোধকল্পে অভিযান অব্যাহত থাকবে।

দেওয়ান পলাশ/এমবুইউ