সুবর্ণচরে প্রেমিকের বাড়িতে প্রেমিকার বিষ খেয়ে আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি জানুয়ারি ১২, ২০২২, ১১:০৯ পিএম
প্রতিকী ছবি

নোয়াখালীঃ জেলার সুবর্ণচর প্রেমিকের সাথে মোবাইলে কথা বলে প্রেমিকের বাড়ি ইঁদুর মারার বিষ খেয়ে বিবি মরিয়ম (১৬) নামের এক তরুণী আত্মহত্যা করেছে। চরজব্বার থানা পুলিশ রাত দশটার দিকে সুবর্ণচর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে তাঁর লাশ উদ্ধার করে।

বুধবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার চরজুবিলী ইউনিয়নে চর ব্যাগ্যা গ্রামের লাল কালু সমাজের নজির মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। সেই একই উপজেলার ভ্যানচালক নুর আলমের মেয়ে।

নিহতের বাবা নুর আলম বলেন, একই এলাকার পাশের বাড়ির নাজিম মেস্ত্রীর ছেলে আকবর হোসেনের সাথে পালিয়ে যাওয়ার সময় ঘর থেকে ১৫ হাজার টাকা নিয়ে যায়। পথের মধ্যে মেয়ের মা ফোন দিয়ে টাকার ব্যাপারে জানতে চাইলে তার কাছে টাকা আছে বলে স্বীকার করেন। টাকার বিষয় ছেলে জানতে পেরে মেয়ের অগোচরে টাকাগুলো নিয়ে যায়। পরে টাকা খুঁজে না পেয়ে গাড়িতে চালককে অবগত করলে ছেলে মেয়েকে ৬ হাজার টাকা ফেরত দিয়ে পুনরায় বাড়িতে ফেরত পাঠায় এবং ছেলে চট্টগ্রাম চলে যায়। এরপর তাদের দুই জনের মধ্যে বেশ কিছুদিন যাবত টাকা নিয়ে অভিমান চলতে থাকে। ছেলের কাছে মেয়ে টাকা চাইলে ছেলে তালবাহনা করতে থাকে। এক পর্যায়ে সন্ধ্যার দিকে ছেলের সাথে মোবাইল ফোনে কথা বলতে বলতে ছেলের বাড়িতে ইঁদুর মারার বিষ খেয়ে মেয়ে আত্মহত্যা করে। 

নিহতের মা সালেহা বেগম জানান, নাজিম মেস্ত্রীর মেয়ে আর তাঁর মেয়ে বান্ধবী। সে সুবাধে তাদের বাড়িতে যেত। আজকেও তাদের বাড়িতে যায়। পরে তাদের চিৎকারে শুনে ওই বাড়িতে গেলে মেয়েকে মাটিতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। প্রতিবেশীদের সহয়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুবর্ণচর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার রুবেল রায় বলেন, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে ইঁদুরের বিষ খেয়ে নইলে ঘুমের অতিরিক্ত ট্যাবলেট সেবনের ফলে সে মারা যেতে পারে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোহাম্মদ জিয়াউল হক রাত সাড়ে দশটার দিকে বলেন, এই ঘটনায় এখনো লিখিত অভিযোগ করেনি। বৃহস্পতিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট ফেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগামীনিউজ/এসএস