শার্শায় নবজাতকের মরদেহ উদ্ধার

বেনাপোল (যশোর) প্রতিনিধি ডিসেম্বর ২৬, ২০২১, ০৬:৫৫ পিএম
ছবি: আগামী নিউজ

যশোর: জেলার শার্শা উপজেলার পাঁচভুলাট এলাকা থেকে বেওয়ারিশ এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকাল ১০ টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের পাঁচ ভুলাট গ্রাম থেকে শার্শা থানা পুলিশ নবজাতকের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্ত পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শী রোমেছা খাতুন জানান, সকাল ৮টার সময় ছাগল বাঁধার জন্য সুজনের ঘরের পিছনে ফাঁকা জায়গায় একটা ডোবার পাশে যায়। হঠাৎ চোখে পড়ে ডোবা খানার কিনারে একটি নবজাতকের মরদেহ ভাসছে। আমি চিৎকার করে সবাইকে ডাকি। আমাদের ডাক চিৎকার চেঁচামেচিতে স্থানীয় লোকজন জড়ো হয়।

এলাকাবাসীরা নবজাতককে শনাক্ত করতে পারেনি। কার এই বাচ্চা? কোথা থেকে এলো ? নাকি কারোর পাপের ফসল? তদন্ত নিশ্চিত করে আসামিকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। 

এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম জানান, আমরা এখনও নবজাতকের পরিচয় পাইনি। মরদেহটি সুরতহাল করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

আগামীনিউজ/ হাসান