সীমান্তে ভারতীয় শাড়ী ও থ্রি-পিস জব্দ

নেত্রকোণা প্রতিনিধি ডিসেম্বর ১১, ২০২১, ১২:১৫ পিএম
ছবি: আগামী নিউজ

নেত্রকোণা: জেলার দূর্গাপুর উপজেলার সীমান্তে নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১বিজিবি’র সাহসী ও চৌকস জোয়ানগণ ৪৭ লাখ ৪৬ হাজার ৯শ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী ও থ্রি-পিস জব্দ করেছেন।

দুর্গাপুর উপজেলার দুর্গাপুর সদর ইউনিয়নের বারমারী বিওপি’র হাবিলদার মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার গভীর রাতে গোপালপুর সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল এ.এস.এম জাকারিয়া শুক্রবার রাতে লিখিত এক প্রেসবিজ্ঞপ্তীর মাধ্যমে জেলার গণমাধ্যমকর্মীদের জানান, নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১বিজিবি)-এর অধীনস্থ জেলার দূর্গাপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নে অবস্থিত বারমারী বিওপিতে কর্মরত  হাবিলদার মো.শহিদুল ইসলামের নেতৃত্বে দশ সদস্যের একটি টহল দল কর্তৃক নলুয়াপাড়া বিওপি‘র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১৬০ হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর নামক স্থানে নিজস্ব গোয়েন্দার তথ্যানুযায়ী ভারতের দিক হতে চোরাকারবারীরা মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকাবারীরা মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়।

এসময় বিজিব‘র টহল দল ঘটনাস্থল হতে ভারতীয় ভিনাই থ্রি-পিস ৮০ পিস, ভারতীয় প্লেট ফ্যাশান থ্রি-পিস ৭৪৭ পিস, ভারতীয় সানজানা শাড়ী ৩৩০ পিস এবং ভারতীয় কাতান শাড়ী ২৯৩ পিস জব্দ করেন।

বিজিবি’র অধিনায়ক আরও জানান, জব্দকৃত চোরাচালানী মালামালের মূল্য প্রায়- সাতচল্লিশ লক্ষ ছয়চল্লিশ হাজার নয়শত টাকা।

তিনি আরও জানান,জব্দকৃত চোরাচালানী মালামাল নেত্রকোণা কাষ্টমস অফিসে জমা করা হবে। তবে অভিযানে কোনো চোরাকারবারী আটক করা সম্ভব হয়নি।

আগামীনিউজ/ হাসান